শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ নরসিংদী বেলাবতে ব্যবসায়ীর বাড়িতে হামলা,প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর. পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা পলাশে তিন বছরের শিশু মাইশার লাস উদ্ধার আটক ৩ নরসিংদী জেলা শিবপুর উপজেলায় সরকারি ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলেছে দুষ্কৃতকারীরা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অকুতোভয় রাজনীতিক প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত এশাআতে দ্বীন নু্রানী তালিমূল কোরআন ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পু্রুষ্কার বিতরণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে……… আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা নরসিংদীর শিবপুর সাব রেজিস্ট্রার নেই ..হতাশায় গ্রাহক চিত্রশিল্পী আল-আমীনের আঁকা ছবি গুলো সংরক্ষণের প্রয়োজন
নরসিংদী সদর উপজেলা আমদিয়া ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন মিঠু

নরসিংদী সদর উপজেলা আমদিয়া ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন মিঠু

স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর আমদিয়ায় নৌকার মাঝি মনোনীত হলেন আব্দুল্লাহ ইবনে রইজ মিঠু। রবিবার (২৪ অক্টোবর) আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক বোর্ডের সভাপতি দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকার মাঝি হিসাবে মনোনীত করে তার হাতে দলীয় প্রতিক নৌকা তুলে দেন। আব্দুল্লাহ ইবনে রইজ মিঠু ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগে রাজনীতিতে সম্পৃক্ত হন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ঘরানার সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।  উদার মানুষিকতা সম্পন্ন আব্দুল্লাহ ইবনে রইজ মিঠুর এলাকায় রয়েছে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়। এলাকার মানুষের সুখ- দুঃখ ভাগাভাগি করে নেওয়া সর্বজন স্বীকৃত প্রিয় এই নেতা যে কোন মানুষের দুঃসময়ে ছুটে যান তাদের পাশে। এগিয়ে দেন তার সহযোগিতার হাত। তাই তো অল্প বয়সেই পুরো আমদিয়া ইউনিয়নের জাতি-ধর্ম নির্বিশেষে হয়ে উঠেন সকলের প্রিয় মিঠু ভাই। বিগত করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত উদ্যোগে, অসহায় হতদরিদ্র, কর্মহীন ইউনিয়নবাসীর ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেন। মিঠু। এলাকার মানুষের প্রতি সদাসিদ্ধ হস্ত মিঠু শুধু খাদ্যসামগ্রী্ই নয় ই্উনিয়নের কোন ব্যক্তি করোনা আক্রান্তের খবরে তিনি তাদের সুচিকিৎসাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বাত্মক সচেষ্ট থাকতেন এবং সবসময় খোঁজ খবর নিতেন। আমদিয়া ইউনিয়নের সকল শ্রেণি-পেশার,দলমতের উর্ধ্বে উঠে সকলের ভালবাসায় সিক্ত হয়ে এবং সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের আশীর্বাদপুষ্ট হয়ে আসন্ন ইউপি নির্বাচনে ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছিল। আব্দুল্লাহ ইবনে রইজ মিঠু’র দীর্ঘ রাজনৈতিক জীবনী, দলের প্রতি আনুগত্যতা, তৃণমূলের সমর্থন ও এলোকাবাসীর কাছে তার গ্রহণযোগ্যতার বিষয় বিচার-বিশ্লেষণ পূর্বক আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি তার প্রতি আস্থাশীল হয় এবং উপহার হিসেবে তার হাতে দলীয় প্রতিক নৌকা তুলে দেন। এদিকে মিঠু’র দলীয় মনোনয়ন প্রাপ্তির খবরে এলাকায় পৌঁছলে পুরো আামদিয়া ইউনিয়ন জুড়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ মিঠুর সমর্থকরা আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ করেন। আব্দুল্লাহ ইবনে রইজ মিঠু তার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমদিয়াবাসীর ভালবাসায় মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে আজ আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আমি মনে করি আমদিয়াবাসীর এ ভালবাসা নিয়ে আমি সফল  হবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD