নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর চিনিশপুর ইউনিয়নবাসীর একটি পরিচিত মুখ মেহেদী হাসান তুহিন। ইউনিয়নবাসী তাকে ন্যায়-নীতিবান ও একজন সদালাপী মানুষ হিসেবেই জানেন।ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পুরো ইউনিয়ন তার অবাধ বিচরণ। শুধু পরিচিত নয় ইউনিয়নের যে কোন মানুষের বিপদে-আপদে তিনি ছুটে যান এবং সাধ্যমত তা লাগবের চেষ্টা করেন। ইউনিয়নের ছোট-বড় সকলের কাছে তিনি অল্প বয়সেই হয়ে যান প্রিয় তুহিন ভাই। মেহেদী হাসান তুহিন চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়ীর সন্তান। পিতা জালাল উদ্দিন ভূঁইয়াসহ চাচা বদিউজ্জামান ভূঁইয়ার রয়েছে ব্যাপক পরিচিতি। মেহেদী হাসান তুহিন ছাত্র জীবন থেকে এলাকাবাসীর কাছে একজন উদার মনের মানুষ হিসেবে পরিচিতি লাভ করে। সেই ছোটবেলা থেকেই এলাকার গরিব-দু;খিদের সাহায্য সহযোগিতায় তিনি ছিলেন উদার। আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহন করা হবে। চিনিশপুর ইউনিয়ন পরিবর্তনের লক্ষ্যে জনগণের ইচ্ছা পূরণে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তুহিন।