স্টাফ রিপোর্টারঃ
৮ নভেম্বর সোমবার নরসিংদী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভবণ নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মান্যবর জেলা পরিষদ চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের সম্মানিত সেক্রেটারি হাজ্বী আব্দুস ছাত্তার, ভাইস চেয়ারম্যান বাবু অহিভূষণ চক্রবর্তী। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।