নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী জেলায় ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর ভোট গ্রহণ ১১ই নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে নিহত ৩ ও আহত প্রায় ৩০ জন। এছাড়া ছোটখাটো দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তসৃষ্ঠ ভাবে নরসিংদী জেলার ১২টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে আলোকবালী ইউনিয়নে নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন দিপু, চরদিঘলদী ইউনিয়নে নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন শাহীন, নীলক্ষা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আখতারুজ্জামান, মির্জারচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাফর ইকবাল মানিক, চরসুবুদ্ধি ইউনিয়নে নৌকার প্রার্থী নাছির উদ্দিন, হাইরমারা ইউনিয়নে নৌকার প্রার্থী কবির হোসেন, আমিরগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফারুক মোল্লা, মির্জানগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রিপন সরকার, চরমধুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আহসান শিকদার, পাড়াতুলি ইউনিয়নে নৌকার প্রার্থী জুয়েল, শ্রীনগর ইউনিয়নে নৌকার প্রার্থী রিয়াজ মোশেদ রাসেল ও বাঁশগাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাকির হাসান রাতুল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সকাল ৮ ঘটিকা হইতে টানা বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ভোটারগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।