শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে জমি দখল সংক্রান্ত বিরুধে রাসেল মোল্লা ও জুয়েল রানার মধ্যে একাধিক অভিযোগ সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মমতাজ নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে সন্ত্রাসী হামলা আহত ১ নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই বৈষম্য বিরোধী আন্দোলনে শিবপুরে শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার প্রদান নরসিংদীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু উদ্ধারকৃত ৬০অস্ত্র, গুলি ও ম্যাগাজিন নরসিংদী সেনাক্যাম্প র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করেন নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর একটি টিম কতৃক নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং বুলেট উদ্ধার
শীলমান্দীতে আব্দুল বাকির আনারস প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে

শীলমান্দীতে আব্দুল বাকির আনারস প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে

নরসিংদী প্রতিনিধি
আসন্ন শীলমান্দী ইৃউনিয়ন পরিষদ নির্বাচনে বার বার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাকির জনগণের দাবীর মুখে এবারও প্রার্থী হয়েছেন। এলাকাবাসীর সাথে আলাপ কালে জানা যায়, আব্দুল বাকির চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। দলীয় প্রতীক না থাকা অবস্থায় জনগণের দাবীতে চেয়ারম্যান প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে শীলমান্দী ইউনিয়ন পরিষদের প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আব্দুল বাকির। আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে দ্বিতীয় বার দলীয় মনোনয়ন না পেলেও এলাকায় সর্বস্তরের জনগনের দাবীর মুখে তিনি বাধ্য হন চেয়ারম্যান প্রার্থী হতে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে দ্বিতীয়বারও তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ক্রোন্দলের কারণে এবারও মনোনয়ন পায়নি আব্দুল বাকির। কিন্তু এলাকার জনগণের দাবীর মূখে এবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আনার প্রতীক নিয়ে ইউনিয়নব্যাপী গণসংযোগ করে চলছেন। এলাকাবাসী জানায় শীলমান্দী ইউনিয়নের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান আঃ বাকির আনারস প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। জনগনের মাঝে রয়েছে তাঁর অতুলনীয় অবদান এবং গ্রহণ যোগ্যতা ।কারন তিনি ছোট বেলা থেকেই ছিলেন এক জন পরোপকারী নিঃস্বার্থ সমাজ সেবক। সেজন্যই জনগণ বার বার তাঁকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে জানিয়েছেন ভোটারগণ। আব্দুল বাকির চেয়ারম্যান হয়ে এলাকায় প্রচুর উন্নয়ন করছেন রাস্তা ঘাট , মসজিদ , মাদ্রাসা , মন্দির ,স্কুল সহ অনেক সামাজিক সংগঠনের উন্নয়ন করছেন । করোনা কালীন সময় থেকে এ পর্যন্ত তিনি বহু মানুষকে সহযোগিতা করেছেন । তেমনি তিনি অনেক গরীব দুঃখী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করতে সুযোগ সুবিধা করে দিয়েছেন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে । এলাকার গরীব দুঃখী মেয়েদের বিয়েতে সহায়তা করেছেন এবং অসহায় রুগ্ন কর্মহীন লোকজনকে সহযোগিতা করেছেন দানবীরের মত। তাঁর নিকট থেকে কেউ কোন দিন খালি হাতে ফিরেনি বলেও জানান এলাকার জনগন । ব্যক্তি জীবনে তিনি একজন ভালো মানুষ ভদ্রলোক , সদালাপী , মিষ্টভাষী , নিঃস্বার্থ সমাজ সেবক । তাঁর নিকট কোন দল ধর্ম বর্ণ নেই তিনি সবার সাথে মিশে কাজ করেন এবং যে কোন লোক তার নিকট কোন সমস্যা নিয়ে আসলে তিনি অর্থ শ্রম মেধা দিয়ে সহযোগিতা করে থাকেন , তাই সকল স্তরের জনসাধারণের নিকট রয়েছে তাঁর সুনাম ও গ্রহন যোগ্যতা । অন্য ধর্মের ও সকল দলের মাঝে ও তাঁর রয়েছে অতুলনীয় সুনাম ও গ্রহণ যোগ্যতা । এলাকার শ্রমিক , দিন মজুর , সিএনজি , অটোরিকশা ড্রাইভার , ব্যাবসায়ী , চাকুরী জীবি , শিল্পপতি , ব্যাবসায়ী ও ওলামা হযরত গনও জানান, প্রকৃত পক্ষে তিনি একজন ভালো মানুষ তিনি এই ইউনিয়নে বার বার চেয়ারম্যান হওয়ার দরকার । আব্দুল বাকির শীলমান্দী ইউনিয়নের উন্নয়নের মহানায়ক তথা রোল মডেল । আর তাই বার বার তাঁকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে জানিয়েছেন ভোটাররা। কারণ এ ইউনিয়নের উন্নয়নের সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং চুরি-ডাকাতি , রাহাজানি , মাদক , চাঁদাবাজ , সন্ত্রাসী ঝগড়া ফ্যাসাৎ ও ইভটিজিং নির্মুল করতে তিনি তাঁর শ্রম ও মেধা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানা যায় । আর তাই এলাকার ভোটারদের একটাই দাবী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন । ভোটাররা যেন নির্ভয়ে , নির্বিঘ্নে ও নির্বিবাদে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারেন । এ ব্যাপারে ভোটাররা গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন । সেই সাথে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ , স্থানীয় প্রশাসন , নির্বাচন কমিশন সহ নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য লেঃ কর্নেল ( অবঃ ) মোঃ নজরুল ইসলাম হিরু ( বীর প্রতীক ) মহোদয় সহ সকলের সহযোগিতা চেয়েছেন যেন শীলমান্দী ইউনিয়ন পরিষদের নির্বাচনটা গত দুই বারের মত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD