মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত শিবপুরে বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত নরসিংদীতে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী কতৃর্ক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন নরসিংদীতে গণমাধ্যম কর্মীর বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান নরসিংদীতে গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গ্রেপ্তার নরসিংদী পৌরসভার আওতাধীন অটো সিএনজি স্ট্যান্ডগুলোর নতুন ইজারাদার দায়িত্ব গ্রহন ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ
নরসিংদীর চিনিশপুরের ৩নং ওয়ার্ডে সায়েম ভূঁইয়ার তালা জনমত জড়িপে এগিয়ে

নরসিংদীর চিনিশপুরের ৩নং ওয়ার্ডে সায়েম ভূঁইয়ার তালা জনমত জড়িপে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর চিনিশপুর ইউনিযনের ৩নং ওয়ার্ডে জনমত জড়িপে একজন সৎ, ন্যায়-নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তি হিসেবে এগিয়ে আছেন তালা প্রতিকের সায়েম ভূঁইয়া। আগামী ২৮ নভেম্বর চিনিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে ৩ নং ওয়ার্ডবাসী তার পক্ষে রায় দিবেন বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন। চিনিশপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ৩ নং ওয়ার্ডে তালা প্রতিক নিয়ে ইউপি সদস্য পদ প্রার্থী সায়েম ভূঁইয়া। তিনি ভোটারদের ঘরে ঘরে ঘুরে ভোট প্রার্থণাসহ দোয়া কামনা করছেন। ভোটাররাও দিচ্ছেন প্রত্যাশা, সেই সাথে শুনাচ্ছেন আশার বাণী। এলাকায় মানব দরদী, দানশীল সমাজসেবক হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। এই তরুন সমাজ সেবককে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিনিশপুরবাসী জানেন এবং মানেন। বিগত করোনা পরিস্থিতিতে সমাজের অনেক ধনাঢ্য ব্যক্তি নিজে সেইফ রাখতে চার দেওয়ালে বন্দি থেকেছেন। তখন এই মানব দরদী সব কিছুকে উপেক্ষা করে নিজ উদ্যোগে এলাকার অসহায় কর্মহীন ১ হাজার ৩০ টি পরিবারের মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। শুধু করোনাকালীন সময়ই নয়, তীব্র এ শীতে এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ তিনি সব সময় অসহায় দুস্থ মানুষের সেবায় সচেষ্ট থাকেন। বিভিন্ন সামাজিক সংগঠনের আচার অনুষ্ঠান খেলাধূলাসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এলাকার মানুষের যেকোন বিপদ-আপদসহ দু:সময়ে এগিয়ে যাওয়াটাকে নিজের দায়িত্ব মনে করেন তরুন এই সমাজসেবী সায়েম ভূঁইয়া। ক্ষমতা কিংবা বিত্তশালী হওয়ার ভাষণা নয়, বরং একজন সমাজসেবী হিসেবে তার কাজের পরিধি বাড়িয়ে সমাজের উচু-নিচু সকল শ্রেণি পেশার মানুষের সেবা এবং নাগরিক সুবিদা ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়েই নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। তরুন এই সমাজসেবক সায়েম ভূঁইয়ার চিনিশপুর গ্রামের সর্ব মহলেই রয়েছে গ্রহণ যোগ্যতা। শুধু মুসলমানদের কাছেই নয় সনাতন ধর্মালম্বী লোকজনের কাছে তার ন্যায়-নিষ্ঠার জন্য ইতোমধ্যে তিনি হয়ে উঠেছেন কারো ভাই, কারো বন্ধু আবার কারো কাছে পুত্রসম আপনজন। সায়েম ভূঁইয়ার তালা প্রতিকে এরই মধ্যে ৩ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে ব্যাপক সারা পড়েছে। পুরো ৩ নং ওয়ার্ডে এখন তালা মার্কার জয় জয়কার। এলাকার গরীব দু:খিদের সদা উদার হস্ত সায়েম ভূঁইয়ার তালা প্রতিকের পক্ষে চিনিশপুর গ্রামের নারী-পুরুষসহ তরুনরা রায় দেওয়া প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ২৮ নভেম্বর ভোটকেন্দ্র পাহাড়া দিয়ে তাদের সেই রায়ের বহি:প্রকাশ ঘটনোর মাধ্যমে তালা প্রতিকের জয় নিশ্চিত করার মত প্রকাশ করেছেন এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD