বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নরসিংদী সরকারি কলেজে ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে ফরম বিতরণ শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার নরসিংদীতে তাঁত বোর্ড শিক্ষার্থীদের নানা দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে ফেসবুকে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবক গ্রেপ্তার শিবপুরে থানা থেকে আ:লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন চেয়ারম্যান অনুপস্থিতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে আয়ুবপুর ইউনিয়ন পরিষদে সর্বস্তরের জনগণ শিবপুর পৌর বিএনপির আয়োজনে সুলতান উদ্দিন মোল্লা স্মরণে আলোচনা সভা
নরসিংদীর সেরা করদাতার পুরস্কার পেলেন জুয়েল

নরসিংদীর সেরা করদাতার পুরস্কার পেলেন জুয়েল

স্টাফ রিপোর্টার:
ষষ্ঠবারের মত সেরা করদাতার সম্মাননা পেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী জজ ভূইয়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়জুর রহমান ভূইয়া (জুয়েল) । ব্যক্তি করদাতা হিসেবে এ সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর অফিসার্স ক্লাবে ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে জজ ভূইয়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়জুর রহমান ভূঁইয়া (জুয়েল) হাতে এ সম্মাননা তুলে দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
পুরস্কার গ্রহণ শেষে মোহাম্মদ ফায়জুর রহমান ভূঁইয়া বলেন, ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৫ বছর সেরা করদাতা হয়েছি। এবারও করোনার মধ্যেও সর্বোচ্চ কর দিয়েছি। ফলে আবারও করদাতার সম্মননা পেলাম। কর দেয়ার কারণে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পাচ্ছি, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আনন্দের। তবে দেশের উন্নয়নের স্বার্থে কর দিচ্ছি। কর দিতে ভালো লাগে। কর দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। দেশের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারছি এটাই ভালো লাগে। দেশের উন্নয়নের সার্থে বিত্তবানদের কর দেয়া উচিত। কর দেয়া একটি গৌরবের বিষয়। এতে সামাজি মর্যাদা বাড়ে।
এছাড়া তিনি আরো বলেন, সম্প্রতি বৃহৎ ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করায় শিল্প মন্ত্রণালয় কর্তৃক শিল্পখাতে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ পেয়েছে।
২০০৬ সাল থেকে চালু হওয়া ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদানে এ বছর জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ এর বিধান অনুযায়ী ২০২০-২১ করবছরে ব্যক্তি ৭৫ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য ১২ এই তিন ক্যাটাগরিতে যোগ্য করদাতাকে ১৪১টি ট্যাক্সকার্ড প্রদান করা হচ্ছে। এছাড়া জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮ এর বিধান অনুযায়ী ২০২০-২১ করবছরে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মনোনীত ৫২৫ জন সেরা করদাতার নাম প্রকাশ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD