নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস। বৃহস্পতিবার প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল নয়টায় মোসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নরসিংদরী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, জেলা সেক্টর কমান্ডারস্ ফোরাম’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, স্থানীয় সরকারের উপপরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম ইবনুল হাসান ইভেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ্ আল জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ শাহরিয়ার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়াসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।