নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা প্রসাশকের কার্যালয়ে ২য় ধাপে নির্বাচিত চেয়ারম্যানদের ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নরসিংদী সদরের ২ ও রায়পুরা উপজেলার ৭ নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রসাশক সাধারন ফয়জুর রহমান, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এ,এস এম ইবনুল হাসান ইভেন, অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক মোস্তফা মনোয়ার ও নরসিংদী স্থানীয় সরকার সহকারী কমিশনার তানজিল জান্নাত রেটিনা। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যন শপথ গ্রহণ করেন নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের দেলোয়ার হোসেন দিপু, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের মোঃ দেলোয়ার হোসেন শাহিন, রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের রিয়াজ মোশের্দ রাসেল, পাড়াতুলি ইউনিয়নের ফেরদৌস কামাল জুয়েল, চরমধুয়া ইউনিয়নের আহসান শিকদার, মির্জানগর ইউনিয়নের বসুরউদ্দীন সরকার রিপন, আমিরগঞ্জ ইউনিয়নে ফারুক মোল্লা, হাইরমারা ইউনিয়নে কবির হোসেন, মির্জারচর ইউনিয়নে জাফর ইকবাল মানিক।