নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর সোমবার ২০২১-২০২২ অর্থ বছরে পলাশ উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন /পৌরসভা ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণর করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশের মাটি ও মানুষের জননেতা মাননীয় সংসদ সদস্য নরসিংদী-২ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলীপ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার সুযোগ্য চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পি এ এ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। এসময় পলাশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।