নিজস্ব প্রতিনিধি :
নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নরসিংদী জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়। সোমবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রিয় কমিটির সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল,
মহিলা দল কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মর্জিনা আফসার, জেলা মহিলা দলের সাবেক সভাপতি উম্মে সালমা মায়া, সাবেক সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা প্রমুখ। এবং সভায় বিপুল সংখ্যক মহিলা কর্মী সমর্থক নিয়ে কর্মী সভা কে জনসভায় রূপ দেন নরসিংদী জেলা মহিলা দলের কান্ডারী সভাপতি প্রার্থী স্বপনা
আহমেদ।