নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশে জনতা জুট মিল শ্রমিক সংগঠনের নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু সংখ্যক শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাট করেছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত তান্ডব চালায় একটি কুচক্রি মহলের ইশারায় কিছু সংখ্যক শ্রমিক। মিলের ছয় হাজার শ্রমিক কর্মচারীর মধ্যে মাত্র শতাধিক শ্রমিক এ হামলায় অংশ নেয়। মিল কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভের সময় প্রতিষ্ঠানের কিছু সংখ্যক শ্রমিক বহিরাগতদের সহযোগিতায় প্রশাসনিক ভবনসহ জিএম অফিস, লেবার অফিস, আইটি অফিস, মেডিকেল হল, জিএম বাংলোর বিভিন্ন আসবাব ও একটি অ্যাম্বুলেন্সসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ ঘন্টাব্যাপী তান্ডবের পর পলাশ থানা-পুলিশ ও নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন থেকে পুণরায় মিলের উৎপাদন কাজ শুরু হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলটিতে ছয় হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। সম্প্রতি মালিকানা পরিবর্তন হয় এবং আকিজ গ্রুপ মিল পরিচালনার দায়িত্ব নেয়। আরো জানা যায়, শ্রমিক সংগঠনের সভাপতি রেজাউল করিম পুণরায় সভাপতির দায়িত্বে থাকার জন্য বিভিন্ন অপ-কৌশল করে আসছে।
মিলের মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারোয়ার জাহান বলেন, একটি পক্ষ উসকানিমূলকভাবে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের খেপিয়ে দিয়ে এই অরাজকতার সৃষ্টি করেছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক আরঙ্গজেব বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।