বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদী সদর আমদিয়া ৮নং ওয়ার্ড মেম্বার কর্তৃক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার অভিযোগ।

নরসিংদী সদর আমদিয়া ৮নং ওয়ার্ড মেম্বার কর্তৃক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার অভিযোগ।

 

নরসিংদী প্রতিনিধিঃ

গত ১৯ জানুয়ারি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য রুবেল সহ ১০/১৫ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি সহ বিভিন্ন ধারায় নরসিংদী বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছে ভুইয়ম গ্রামের বীরমুক্তিযোদ্ধা হযরত আলী। বিজ্ঞ আদালতের মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৮ জানুয়ারি সকাল ১০ টার দিকে ইউপি সদস্য রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী লাঠি, ছোরা, কিরিছ, চাইনিজ কুড়ালসহ ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ভুইয়ম গ্রামের বীরমুক্তিযোদ্ধা হযরত আলীর বাড়িতে গিয়ে বিল্ডিং ঘর নির্মাণ কাজে বাঁধা প্রদান করে এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে এক পর্যায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর বউ এবং তার ছেলের বউ সন্ত্রাসীদের এরূপ কার্যক্রমের প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা আরো ক্ষীপ্ত হইয়া হযরত আলীর বউ হনুফা বেগমকে হত্যার উদ্দেশ্যে পিটাইয়া জখম করে এবং তাহার দুই ছেলের বউকে শ্লীলতাহানীর ঘটনা ঘটাইয়া তাদের কাছ থেকে এক ভরি ওজনের একটি চেইন, হাতের বালা, স্মার্ট ফোন, এবং ১ টন ঘর নির্মাণের জন্য উঠানে রাখা রড ভ্যান গাড়ী যোগে নিয়ে যায় যাহার মূল্য আনুমানিক ২/৩ লক্ষ টাকা। পরবর্তীতে রুবেল ও তার সন্ত্রাসী বাহিনী বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রান নাশের হুমকি প্রদান করে চলে যায়। উপায়ন্তর না পেয়ে বীর মুক্তিযোদ্ধা হযরত আলী নরসিংদী বিজ্ঞ আদালতে সন্ত্রাসীদের নামে উল্লেখ করে মামলা দায়ের করে, যাহার নং ৭০। বিজ্ঞ আদালত মামলা টি নরসিংদী সি,আই,ডি পুলিশ কে তদন্তের দায়িত্ব দেয়। উক্ত রুবেলের বিরুদ্ধে আরো বহু অভিযোগ রহিয়াছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD