রবিবার সকালে আশরাফুল হকের সমর্থকরা এলাকায় প্রবেশ করতে চাইলে জাকির গ্রুপ তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা পার্শ্ববর্তী ইউনিয়ন মির্জারচরে চলে যায়। সেখানে আশরাফুল হকের সমর্থকরা স্থানীয় লোকজন নিয়ে জাকির গ্রুপের ওপর হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্র ও টেটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে রুবেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়।
আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও অন্য হাসপাতালে নেয়া হয়েছে। পরে মামুন নামের আরেকজনকে ভৈরব হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।