নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সিভিল সার্জন অফিসের বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় থেকে এউপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জান কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার আবু কাউছার সুমন। বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুন্নি দাস ও ডা. আশরাফুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগন। এবারের বিশ্ব কুষ্ঠ দিবসের প্রতিপাধ্য বিষয় ছিল কুষ্ঠ রোগীর সামাজিক মর্যঅদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই।