নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৪/০১/২০২২ইং তারিখ রোজ সোমবার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ডৌকারচর ইউনিয়নের ২ বারের মত চেয়ারম্যান মোঃ মাসুদ ফরাজী এর সভাপতিত্বে সকাল ১১.০০ ঘটিকায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা পরিচালনায় ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক। উক্ত প্রথম সভায় নবনির্বাচিত সদস্যগণসহ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দফাদার গ্রাম পুলিশগণ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা উপস্থিত থাকেন। নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবকে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথম সভার আলোচনায় প্যানেল চেয়ারম্যান গঠন, ষ্ট্যান্ডিং কমিটি গঠনসহ এলাকায় আইনশৃঙ্খলার উন্নতিকরনের জন্য আলোচনা করা হয়। উল্লেখ্য যে জেলা প্রশাসক গত ১৩/০১/২০২২ইং তারিখ জেলা প্রশাসক কার্যালয়ে চেয়ারম্যান এর শপথ এবং ইউপি সদস্যগণের শপথ উপজেলা নির্বাহী অফিসার করান।