নিজস্ব প্রতিবেদক: ২০ শে ফেব্রুয়ারি চৌয়া দারুল হুদা দাখিল কওমি হিফজ মাদ্রাসা প্রঙ্গনে আলোর প্রদীপ যুব সংঘের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, চার বীর পালোয়ান চতুর্মুখী টান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এর বারবার নির্বাচিত মেম্বার মোঃ কামরুল হাসান তুহিন। সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ আল-আমিন রহমান, আলোর প্রদীপ যুব সংঘের আয়োজনে বিভিন্ন খেলাধুলা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, পাশাপাশি কমিটির লোকদের মধ্যে বিভিন্ন খেলাধুলা এবং অতিথিদের মাঝে বিভিন্ন খেলাধুলার আয়োজন করেন । এসকল সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আল ফাহাদ রিদুল, আনন্দঘন পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রধান অতিথি আলামিন রহমান বলেন খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো থাকে এবং মানুষ অপরাধ ও সন্ত্রাস এবং মাদক থেকে মুক্ত থাকে ।আমি এ সংগঠনের সার্বিক সহযোগিতা করে যাব , কামরুল হাসান তুহিন বলেন এ সংগঠনটি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে খেলাধুলা ও মানব কল্যাণে কাজ করছেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন এটা আমাদের ১৫ তম প্রোগ্রাম আমরা এলাকার মানুষের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দেওয়ার পরিকল্পনা আছে আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।