ডেস্ক রিপোট:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বক্তব্যে বলেছেন, তাকে ধরে রাতারাতি নিজেদেরে নেতাকে ক্ষমতায় বসানোর যে পরিকল্পনা রাশিয়া করেছিল তা ইউক্রেনের সেনারা নস্যাৎ করে দিয়েছে। শনিবার বিবিসি অনলাইনে ইউক্রেনে চালানো রাশিয়ান আক্রমণ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। এ ছাড়া ওই ভিডিও বক্তব্যে জেলেনস্কি এই আক্রমণ বন্ধের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে রাশিয়ান নাগরিকদের প্রতি আাহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বলেন, আমরা তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছি। কিয়েভ এবং এর আশপাশের প্রধান প্রধান শহরগুলো ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে ছিল। এ ছাড়া তার দেশ ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার অধিকার অর্জন করেছে বলেও জানান তিনি। বর্তমানে ইউক্রেন ইউ’র সদস্য দেশ নয়। কিন্তু ইউরোপীয়ান ব্লকে যোগ দেওয়ার ইচ্ছার বিষয়টি নিজেদের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে দেশটি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।