নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী (বিআরটিএ) সার্কেলের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী সার্কেলের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ১৫ ই মার্চ মঙ্গলবার শিবপুর উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থীদের রাস্তা পারাপার ও সড়ক নিরাপত্তামূলক ভিডিওচিত্র প্রদর্শন এবং ট্রাফিক সাইন- সিগনাল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুল হক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগন। নরসিংদী (বিআরটিএ) এর মোটরযান পরিদর্শক জিয়াউর রহমান, সহকারী মোটরযান পরিদর্শক মো: সাখাওয়াত হোসেন। বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহন করে।