নরসিংদী প্রতিনিধি:
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে নরসিংদীতে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও সেমিনার এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩১মার্চ)পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন- পৃথিবীর সবচাইতে বড় ওয়েব পোর্টাল-এর অধিকারী বাংলাদেশ। পৃথিবীতে এখন চলছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেবুলেশন। শুরু হয়েছিল ১৮০০ সালে শিল্প বিপ্লবের মধ্য দিয়ে। ১৯৫০ সালে থার্ড রেবুলেশনে কম্পিউটার আবিস্কার হয়েছিল। আমরা অবশ্য একটু পরে শুরু করেছি। তবে এখন আমরা অনেক এগিয়ে গেছি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেবুলেশন এর যে আইটেমগুলো আসছে তার একটা আজকে “স্যাম সাং” কোম্পানী সে টেকনোলজি ব্যবহার করছে। সুতরাং আমরা চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেবুলেশনে ঢুকে গেছি। পৃথিবীর অনেক দেশের চাইতে আমরা এগিয়ে আছি। তোমরা ইউটিউবের মাধ্যমে এগুলো চর্চা করবে। সুতরাং আজকে তোমরা যারা শিক্ষার্থী,তোমাদের মাধ্যমেই আমাদের বাংলাদেশ একদিন পৃথিবীর সেরা দেশে পরিণত হবে।প্রধান অতিথি বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান প্রকল্প উপস্থাপনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব। মেলায় জেলার ৬টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষ গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীদের ৪০টি দল তাদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। মেলায় বিশেষ আয়োজন ছিল বাসে বহনকারী ভ্রাম্যমান বিজ্ঞান যাদুঘর- যা শিক্ষার্থী ও দর্শকদের অধিক আনন্দ উৎসাহ উদ্দীপনা দিয়ে মেলার উদ্দেশ্য ও লক্ষ্যকে সফল করে তুলে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সাবলীল উপস্থাপনায় ছিলেন ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মো: আলতাফ হোসেন রানা।