নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রামে পিতা মাতার হীনমনোভাবের কারনে দুই ভাই বোনের অনাথ এর মত জীবন যাপন করতে হচ্ছে। এলাকা বাসির সূত্রে ও ঘটনায় বিবরনে জানাযায় একদুয়ারিয়া গ্রামে অহিদুল্লাহর পুত্র মো: সোহেল মিয়ার সাথে একই গ্রামে আজগর আলীর কন্না মো: রেহেনা বেগমের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। দীর্গ সংসার জীবনে তাদের দুটি সন্তান (১) সামিয়া আক্তার মাহি,(২) মোহাইমিন মিয়া জন্মগ্রহন করে। সন্তানদের উন্নত জীবন যাপনের লক্ষে পিতা সোহেল মিয়া প্রবাসে যায়। তাদের সংসার জীবন ভালো কাটছিল। হঠাৎ স্বামী- স্ত্রী মধ্যে একে অপরকে সন্দেহ করতে থাকে। সন্দেহের কারনে রেহেনা বেগম বাদি হয়ে মনোহরদী পারিবারিক জজ আদালতে একটি মামলা করে যাহা পারিবারিক মোকদ্দমা নং ৫/১৯। মামলার কারনে স্বমী- স্ত্রী মধ্যে আর দুরত্ব সৃষ্টি হয়। মামলার ভয়ে স্বমী সোহেল মিয়া প্রবাস থেকে দেশে ফিরে আসছেনা অপরধিকে স্ত্রী রেহেনা বেগম দুই সন্তানকে রেখে পিত্রালয়ে চলে যায়। সামিয়া আক্তার মাহি ও মোহাইমিন মিয়া পিতা মাতা জীবিত থাকা অবস্থায় দাদার সাথে এতিমের ও অনাথের মত জীবন যাপন করছে। দাদা অহিদুল্লা সামিয়া আক্তার মাহি ও মোহাইমিন মিয়াকে পিতা মাতার অবর্তমানে লালন পালন করছে। পিতা মাতার একে অপরকে সন্দেহর কারনে দুই ভাই বোন অনাথের মত জীবন যাপন করছে।