মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম :
ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অবিলম্বে নির্বাচন দিন, নির্বাচিত সরকারই প্রয়েজনীয় সংস্কার করবে ————- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কৃষক দলের কেন্দ্রীয়নেতা বিল্পবকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ শিবপুরে ব্যাবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত
মনোহরদীতে পিতা মাতার কারনে দুই ভাই বোনের অনাথ জীবন

মনোহরদীতে পিতা মাতার কারনে দুই ভাই বোনের অনাথ জীবন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রামে পিতা মাতার হীনমনোভাবের কারনে দুই ভাই বোনের অনাথ এর মত জীবন যাপন করতে হচ্ছে। এলাকা বাসির সূত্রে ও ঘটনায় বিবরনে জানাযায় একদুয়ারিয়া গ্রামে অহিদুল্লাহর পুত্র মো: সোহেল মিয়ার সাথে একই গ্রামে আজগর আলীর কন্না মো: রেহেনা বেগমের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। দীর্গ সংসার জীবনে তাদের দুটি সন্তান (১) সামিয়া আক্তার মাহি,(২) মোহাইমিন মিয়া জন্মগ্রহন করে। সন্তানদের উন্নত জীবন যাপনের লক্ষে পিতা সোহেল মিয়া প্রবাসে যায়। তাদের সংসার জীবন ভালো কাটছিল। হঠাৎ স্বামী- স্ত্রী মধ্যে একে অপরকে সন্দেহ করতে থাকে। সন্দেহের কারনে রেহেনা বেগম বাদি হয়ে মনোহরদী পারিবারিক জজ আদালতে একটি মামলা করে যাহা পারিবারিক মোকদ্দমা নং ৫/১৯। মামলার কারনে স্বমী- স্ত্রী মধ্যে আর দুরত্ব সৃষ্টি হয়। মামলার ভয়ে স্বমী সোহেল মিয়া প্রবাস থেকে দেশে ফিরে আসছেনা অপরধিকে স্ত্রী রেহেনা বেগম দুই সন্তানকে রেখে পিত্রালয়ে চলে যায়। সামিয়া আক্তার মাহি ও মোহাইমিন মিয়া পিতা মাতা জীবিত থাকা অবস্থায় দাদার সাথে এতিমের ও অনাথের মত জীবন যাপন করছে। দাদা অহিদুল্লা সামিয়া আক্তার মাহি ও মোহাইমিন মিয়াকে পিতা মাতার অবর্তমানে লালন পালন করছে। পিতা মাতার একে অপরকে সন্দেহর কারনে দুই ভাই বোন অনাথের মত জীবন যাপন করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD