সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ শিবপুরে তোফাজ্জল হোসেন মাষ্টারের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন  নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নরসিংদীতে পি‌বিআইয়ের হা‌তে হত্যা মামলার ২আসামী গ্রেফতার নরসিংদীতে পূর্ব শক্রতার জের ধরে জবাই করে হত্যা শিবপুরে চক্রধা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত জাঙ্গালিয়া বাজারে মেসার্স ফাইজা ট্রেডার্স এর শুভ উদ্বোধন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে যোগদানকৃত জেলা প্রশাসক এর দায়িত্বভার গ্রহণ
শিবপুরে নাঈম খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

শিবপুরে নাঈম খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে নাঈম মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে মনোহরদী উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, শিবপুর উপজেলার আশুতিয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে ফাহাদ (২১) এবং একই উপজেলার আশ্রাফপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আজিম মিয়া (২২)।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
তিনি জানান, আধিপত্য বিস্তার এবং আভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে নাঈম খুনের ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনকে ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। এই বাহিনীর প্রধান আলীসহ অন্যান্যদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার শিবপুর উপজেলা সদরে পাইলট হাইস্কুলের সামনে ১০/১২ জনের একটি দল এলাপাতারি কুপিয়ে আহত করে নাঈম ও তার সহযোগি টুটুলকে। পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে নাঈমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত নাঈম মিয়া শিবপুরের ধানুয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিবপুর পৌর শাখার সভাপতি ছিলেন।
কিশোরদের বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহল বলছেন এই বিষয়গুলো ভালভাবে খতিয়ে দেখলে ও নজর দারিতে রাখলে অপরাধ অনেকটা কমে যাবে।এই ব্যাপারে অবশ্যই রাজনৈতিক নেতারা এগিয়ে আসতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD