নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আহবায়ক কমিটির অনোমদন হয়। ১৬ই এপ্রিল শনিবার ১১ ঘটিকায় ১৭৬ বিলাসদী পেয়ার আলি মার্কেটএর মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আগের কমিটির সাংগঠনিক কার্য্যক্রম দুর্ভলতার কারনে কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ আহবায়ক কমিটি করা হয়। কমিটিতে মো: শরীফ হোসেনকে আহবায়ক নির্বাচিত করা হয়। এ কে এম জহিরুল ইসলাম ও মো: রমিজউদ্দিনকে যুগ্ন আহবায়ক নির্বাচিত করা হয়। খন্দকার এহসাবুল হক শাহিন, মো: লিয়াকত আলি, লায়লা শারমিন সম্পা, মো: ওবায়দুল হক, সোহানা আক্তার, রুবিয়া সাজ্জাদ মুক্তা, ফেরদৌসী আক্তারকে সদস্য নির্বাচিত করা হয়। এডভোকেট মো: হারনুররশিদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আগামী ৩১শে মে পুর্নাঙ্গ কমিটি কেন্দ্রে জমাদিতে হবে।