নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা আওয়ামী সাংবাদিক ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২৪শে রমজান ২৬শে এপ্রিল মঙ্গলবার শহীদ ছাত্তার স্বৃতি সংসদ প্রঙ্গনে মাহে রমজান উপলক্ষে এতিমদের সম্মানে দোয় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোন্তাজউদ্দিন ভূঁইয়া, জাতীয় শ্রমিকলীগ নরসিংদী জেলা শাখার আহবায়ক মো: রিপন সরকার, নরসিংদী শহর আওয়ামী যুবলীগ সভাপতি দিদারুল হক সরকার (বিপ্লব)। জেলা আওয়ামী সাংবাদিক ফোরামের সভাপতি এস. এম. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শাখাওয়াত হোসেন প্রধান। ইফতার মাহফিলে বিভিন্ন উপজেলা সাংবাদিক উপস্থিত ছিলেন। বিশেষ মোনাজাত শেষে এতিম ছাত্রদের মাঝে ইফতার বিতরন করা হয়।