নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী ইনোভেশন ওয়েলফেয়ার ট্রাষ্ট কর্তৃক পরিচালিত পাবলিক কলেজ নরসিংদী শিক্ষাঙ্গনে আদর্শ বিদ্যাপীঠ হিসেবে সফলতার ধারা বাহিকতায় পরিচালিত হয়ে আসছে। ২০১৪ইং সালে নরসিংদী প্রণকেন্দ্র ২১৭/ ৩ পশ্চিম ব্রাহ্মন্দী প্রতিষ্ঠিত হয়েছে। ধক্ষতার সাথে পরিচালনা কমিটির সভাপতির দায়িত পালন করছেন মোঃ লুৎফর রহমান। প্রায় ৪০জন মেধাবী শিক্ষক শিক্ষিকা ও কর্মচারির মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত পালন করছেন মোঃ ফজলুল হক। রাজনৈতিক কোলাহল মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সি সি ক্যামারার আওতাধীন। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আটশত ছাত্র ছাত্রী রয়েছে। কলেজটি সরকারী বিধি মোতাবেক পরিচালিত হয়ে আসছে। জেলায় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নরসিংদী পাবলিক কলেজ ব্যপক সুনাম অর্জন করেছে। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত শতভাগ পাশের হার ধারা বাহিক সফলতার সাথে সুনাম ধরে রেখেছে। এস এস সি তে ২৮জন জিপিএ৫ পেয়ে ভর্তি হয়ে ২০২১ সালে এইচ এস সি পরিক্ষায় ১৩২জন জিপিএ৫ পেয়ে উত্তির্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের আনেক বিশ্ববিদ্যালয়ে উন্নত শিক্ষার সুযোগ পেয়েছে অত্র কলেজের শিক্ষার্থীগন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে অত্র কলেজের শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করেছে। দেশ ও জাতির কল্যানে কাজ করার জন্য শিক্ষার্থীদের গঠন করে তুলে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক জানায়,”কলেজের সকল শিক্ষকরা শিক্ষার্থীদেরকে আর্দশ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছেন। নরসিংদী পাবলিক কলেজের পক্ষথেকে আসন্ন এস এস সি সকল পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভেচ্ছা রইল”।