নিজস্ব প্রতিবেদনঃ
নরসিংদী জেলায় সিআইপি বলতে একমাত্র আলহাজ্ব মোশারফ হোসেন সি আ ই পি আগে সবার কাছে পরিচিত ছিল। নরসিংদী জেলার মানুষ একনামে সিআইপি মোশাররফ নামেই চিনে ও জানে , পৈতিক সূএেই তিনি ধনী পরিবারের সন্তান , তার পিতার নাম মরহুম আলহাজ্ব মিজানুর রহমান মিজান হাজী। প্রতি বছর সিআইপি মোশাররফ হোসেন এক সাথে ৭০ থেকে ৮০ টি গরু কোরবানি করে গরীবদের মাঝে বিলিয়ে দেন , দান খয়রাত মসজিদ মাদরাসায় সিআইপি মোশাররফ হোসেনের অনেক অনুদান দিয়ে আসছেন। সিআইপি মোশাররফ হোসেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দুই দুই বার প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেছেন, তিনি শেখেরচর বাজার বাবুরহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন , এছাড়াও তিনি সামাজিক ভাবে অনেক সংগঠনের সাথে জড়িত আছেন , সিআইপি আলহাজ্ব মোশাররফ হোসেন একজন সফল ব্যবসায়ী ও শিল্পপতি, তিনির নিজ নামে মোশাররফ স্পিনিং মিলস নির্মাণ করে হাজার হাজার লোকের কর্মস্থান এর ব্যবস্থা করেছেন , বর্তমান বাজারে মোশাররফ সূতার অনেক চাহিদা গুনগত মান অনেক ভালো , খুবই উন্নত ও ভালো মানের সূতা মোশাররফ ব্রান্ড এর সূতা , বর্তমান বাজারে মোশাররফ সূতা A ক্যাটাগরির স্থান দখল করেছে ।