শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ নরসিংদী বেলাবতে ব্যবসায়ীর বাড়িতে হামলা,প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর. পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা পলাশে তিন বছরের শিশু মাইশার লাস উদ্ধার আটক ৩ নরসিংদী জেলা শিবপুর উপজেলায় সরকারি ইটের সলিং রাস্তা উঠিয়ে ফেলেছে দুষ্কৃতকারীরা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অকুতোভয় রাজনীতিক প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত এশাআতে দ্বীন নু্রানী তালিমূল কোরআন ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পু্রুষ্কার বিতরণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে……… আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা নরসিংদীর শিবপুর সাব রেজিস্ট্রার নেই ..হতাশায় গ্রাহক চিত্রশিল্পী আল-আমীনের আঁকা ছবি গুলো সংরক্ষণের প্রয়োজন
মাধবদীর সিআইপি আলহাজ্ব মোশাররফ হোসেন একজন সফল ব্যবসায়ী

মাধবদীর সিআইপি আলহাজ্ব মোশাররফ হোসেন একজন সফল ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদনঃ

নরসিংদী জেলায় সিআইপি বলতে একমাত্র আলহাজ্ব মোশারফ হোসেন সি আ ই পি আগে সবার কাছে পরিচিত ছিল। নরসিংদী জেলার মানুষ একনামে সিআইপি মোশাররফ নামেই চিনে ও জানে , পৈতিক সূএেই তিনি ধনী পরিবারের সন্তান , তার পিতার নাম মরহুম আলহাজ্ব মিজানুর রহমান মিজান হাজী। প্রতি বছর সিআইপি মোশাররফ হোসেন এক সাথে ৭০ থেকে ৮০ টি গরু কোরবানি করে গরীবদের মাঝে বিলিয়ে দেন , দান খয়রাত মসজিদ মাদরাসায় সিআইপি মোশাররফ হোসেনের অনেক অনুদান দিয়ে আসছেন। সিআইপি মোশাররফ হোসেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দুই দুই বার প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেছেন, তিনি শেখেরচর বাজার বাবুরহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন , এছাড়াও তিনি সামাজিক ভাবে অনেক সংগঠনের সাথে জড়িত আছেন , সিআইপি আলহাজ্ব মোশাররফ হোসেন একজন সফল ব্যবসায়ী ও শিল্পপতি, তিনির নিজ নামে মোশাররফ স্পিনিং মিলস নির্মাণ করে হাজার হাজার লোকের কর্মস্থান এর ব্যবস্থা করেছেন , বর্তমান বাজারে মোশাররফ সূতার অনেক চাহিদা গুনগত মান অনেক ভালো , খুবই উন্নত ও ভালো মানের সূতা মোশাররফ ব্রান্ড এর সূতা , বর্তমান বাজারে মোশাররফ সূতা A ক্যাটাগরির স্থান দখল করেছে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD