নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদ্য প্রয়াত নূরে আলম মোল্লার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় শিবপুর পশ্চিম পাড়ার একটি হলরুমে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে মিলাদ মাহফিলে নরসিংদী জেলা বিএনপির সদস্য মাজহারুল হক টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।পুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,শিবপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান,শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি আক্রাম হোসেন রুহিন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা মৎসজীবী দলের সভাপতি ওমর ফারুক মৃধা টিটু,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম প্রধান,উপজেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন,যুবদল নেতা সোহেল রানা ভূঁইয়া,রাজন মৃধা,মোঃ আপেল,রাসেল খান,মনিরুজ্জামান মনির,কামাল হেসেনসহ উপজেলা বিএনপি, যুবদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।