নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি (বাপসা) নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক প্রার্থী হচ্ছেন আলোকবালি ইউনিয়ন পরিষদের সচিব খালেদ মাহমুদ। জানাযায় চলতি বছরের নভেম্বর মাসে নির্বাচিত কমিটি মেয়াদ শেষ হবে। তিন বছর পর পর বাপসার জেলা শাখার নির্বাচন হয়। জেলার সচিবদের সমর্থনে আসন্ন বাপসা নির্বাচনে প্রার্থী হচ্ছেন খালেদ মাহমুদ। সচিবদে সাথে আলাপ কালে জানা যায় ২০০৮ইং এপ্রিলে খালেদ মাহমুদ বেলাব উপজেলার পাটুলি ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই দক্ষতার সাথে সফল ভাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১২ও ২০১৩ইং সালে নরসিংদী জেলার শ্রেষ্ঠ সচিবের সম্মান অর্জন করেন।২০১২ সালে শ্রেষ্ঠ হওয়ার কারনে সরকারি খরচে বিমান যোগে কক্সবাজার সমুদ্র সৈকত সফর করেন। তিনি ২০১৬-২০১৯ বাপসার জেলা কমিটির নির্বাচনে সরাসরি ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। বর্তমান বাপসার জেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে। ছাত্র জীবনে ছাত্র লীগের রাজনিতীর সাথে জরিত থেকে ইউনিয়ন ও উপজেলার সাংগঠনিক অনেক দায়িত্ব পালন করে ছিল। আসন্ন ২০২২-২০২৫ বাপসা নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক পদে তিনি জেলার সচিবদের সর্মথনে প্রার্থী হচ্ছেন। এ বিষয়ে বাপসার সাংগঠনিক সম্পাদক মুছাপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: রতন মিয়া জানায়, খালেদ মাহমুদ একজন দক্ষ সাংগঠনিক ভালো লোক। তিনি বাপসার সাধারন সম্পাদক এর দায়িত্ব পেলে সচিব দের সুখে দুঃখে পাশে থাকবে। ডাংগা ইউনিয়ন পরিষদের সচিব মো: মানিক মিয়া জানায়, খালেদ মাহমুদ ভালো মনের মানুষ। তিনি বিগত সময়ে বাপসার কেন্দ্রিয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন, জেলা বাপসার দায়িত্ব পালন করছেন, তিনি সাধারন সম্পাদক নির্বাচিত হলে সচিব দের জন্য ভালো হবে। এ বিষয়ে খালেদ মাহমুদ জানায় বিগত দিন কেন্দ্রিয় ও জেলা বাপসার দায়িত্ব পালন করে আসছি যদি জেলার সম্মানিত ইউনিয় পরিষদের সচিব গন সমর্থন করে তাহলে আসন্ন জেলা বাপসার নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী হব।