নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই আগষ্ট মঙ্গলবার ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ডৌকারচর ইউনিয়নের সফল চেয়ারম্যান মাসুদ ফরাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আহসানউল্লাহ, জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাইদুজ্জামান আঙ্গুর, প্রভাষক আবুল হাসান তারেক, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোশারফ মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক রুপচান মেম্বার, পরিষদের সদস্য হারুন আর রশিদ ভূইয়া, ইউনিয় পরিষদের সচিব ওমর ফারুক, সোহরাব মেম্বার, বিল্লাল মেম্বার, আরমান মেম্বার, মহিলা মেম্বার রেহেনা আক্তার, আবুল মেম্বার, আব্দুল বাতেন মেম্বার, হারুন মোল্লা, বাবুল মেম্বার, মজিবর রহমান ভূইয়া, যুবলীগ নেতা আনোয়ার, মো: ফিরোজ মিয়া, ছিদ্দিকুর রহমান, ছাত্রলীগ সভাপতি সজীব ফরাজী, ও ছাত্রনেতা আকাশ মিয়া প্রমুখ।