নিজস্ব প্রতিবেদক:
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী বলেছেন সাইয়্যেদুশশোহাদা ইমাম হোসাইন (রাঃ) সত্য ও ন্যায়ের জন্য আপসহীন সংগ্রামের যে চিরঞ্জীব চেতনা রেখে গেছেন, নবীপরিবারের উজ্জ্বল নক্ষত্র হিসেবে, শায়খুল ইসলাম, ইমামে আহলে সুন্নাত, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী (কঃ) তার পরিপূর্ণ অনুসরণে সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। শত প্রতিকূলতা, শত্রুর রক্তচক্ষু তার প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দর্শণ প্রতিষ্ঠার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে নি। এ দেশে যখন ইয়াজিদের দোসররা ইমাম হোসাইন (রাঃ) এবং আহলে বাইতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গণের স্মরণ মুছে ফেলার নীলনকশা বাস্তবায়ন করছিল, তখনই তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদাকে সমুন্নত করতে সুন্নীয়তের ভিত্তিকে শক্তিশালী করার উদ্যোগ নিলেন। রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতিষ্ঠা এবং দেশজুড়ে ‘শাহাদাত-এ-কারবালা মাহ্ফিল’ প্রচলনে তিনিই অগ্রণী ভূমিকা রেখেছেন। তার মাধ্যমে, তার একনিষ্ঠ প্রয়াসে শুধু এ দেশে নয়, বিদেশের মাটিতেও আহলে বাইতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের প্রতি ভালোবাসার জাগরণ ঘটেছে। জাতিসংঘ, ইউনেস্কোসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি ইসলামের শান্তি ও মানবতার বার্তা, সত্য ও ন্যায়ের সমুজ্জ্বল আদর্শ ইমাম হোসাইন (রাঃ) এর মহৎ আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেছেন।৯ই আগস্ট, ২০২২ নরসিংদীতে খলিফা ইমরান শাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর ওরশ শরীফ উপলক্ষ্যে আয়োজিত মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আলোচনা করেন। পলাশ উপজেলা চেয়ারম্যান জাবেদ আহমেদের সভাপতিতেবিশিষ্ট ওলামায়ে কেরাম, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং সম্মানিত আহলে বাইতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গণের প্রতি সশ্রদ্ধ সালাম নিবেদন শেষে বিশ্ববাসীর কল্যাণে প্রার্থণা করেন শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী। শত শত নবীপ্রেমিক জনতা মাহ্ফিলে অংশগ্রহণ করেন। গরীব ও অসহায়দের জন্য বিশেষ খাবারের আয়োজন করে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।