মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর,২০২২খ্রিঃ) রাত্রে শিবপুর মডেল থানাধীন যশোর ইউনিয়নের যশোর এলাকায় শিশু হত্যা ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
এ সময় পুলিশ সুপার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে অফিসার ইনচার্জ, শিবপুর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার শিবপুর মডেল থানাধীন যশোর বাজার পুলিশ ক্যাম্প আকষ্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
পরবর্তীতে পুলিশ সুপার শিবপুর মডেল থানা আকষ্মিক পরিদর্শন করেন এবং সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।