শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে জমি দখল সংক্রান্ত বিরুধে রাসেল মোল্লা ও জুয়েল রানার মধ্যে একাধিক অভিযোগ সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন মমতাজ নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে সন্ত্রাসী হামলা আহত ১ নরসিংদী’র কৃতি সন্তান প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই বৈষম্য বিরোধী আন্দোলনে শিবপুরে শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার প্রদান নরসিংদীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা বন্যা কবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু উদ্ধারকৃত ৬০অস্ত্র, গুলি ও ম্যাগাজিন নরসিংদী সেনাক্যাম্প র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করেন নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর একটি টিম কতৃক নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং বুলেট উদ্ধার
নরসিংদীতে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেপ্তার

নরসিংদীতে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) আল-আমিন এ তথ্যটি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন নরসিংদী জেলা পুলিশ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১.২৫ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ আবুল বাসার (পিপিএম-বার) নেতৃত্ব মাধবদী থানার ওসি রকিবুজ্জামান, উপ-পরিদর্শক নঈমুল মোস্তাক, উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন, উপ-পরিদর্শক সজীব খান, রাহুল মজুমদার সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন চৌয়া এলাকা হতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আট জন আন্তঃজেলা ডাকাতদলের সদস্যকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ১(এক)টি পিস্তল, ২ (দুই) রাউন্ড গুলিভর্তি ১টি ম্যাগজিন, ১টি চাপাতি, গ্রীল কাটার কাজে ব্যবহৃত ১টি কাটার, ২টি ধারালো রামদা, ১টি লোহার পাইপ, ১টি লোহার পাত ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছেন ১। নরসিংদী জেলার মাধবদী থানাধীন সাগরদী গ্রামের মোঃ মতিন মিয়ার পুত্র মোঃ ইব্রাহিম (৪০), ২। একই জেলা ও থানার ডৌকাদি গ্রামের মৃত জমির আলীর পুত্র মোঃ ইউনুস (৩৫), ৩। নরসিংদী সদর উপজেলার বানিয়াছল গ্রামের মৃত আবু তাহের মিয়ার পুত্র মোঃ রুবেল (২৩), ৪। নরসিংদী জেলার মাধবদী থানাধীন বালাপুর গ্রামের জাবেদ আলীর পুত্র আইয়ুব (২৫), ৫। একই জেলা ও থানার বিরামপুর গ্রামের মৃত আঃ হালিম মিয়ার পুত্র শাহীন (৩৭), ৬। একই জেলা ও থানার সাগরদী গ্রামের মোঃ বাছেদ মিয়ার পুত্র শফিকুল ইসলাম ওরফে বাদল (৪০), ৭। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার শালমাদী গ্রামের জালাল মিয়ার পুত্র শাহীন (২৩) এবং ৮। যশোর জেলার কোতোয়ালী থানার সাজেআলী গ্রামের আঃ ছাত্তার মিয়ার পুত্র জাহাঙ্গীর (৪০)। তিনি আরও জানান জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় তারা পরস্পর সহযোগীতায় নরসিংদী সদর উপজেলার মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ সমবেত হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে এবং এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD