নিজস্ব প্রতিবেদক ঃ নরসিংদীর শিবপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন নরসিংদী ৩ শিবপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসিন নাজীর,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, নেতাকর্মীরা।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিনিয়া জিন্নাত। এসময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বিতরণ করা হয়।