নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার নজর পুর ইউনিয়নের চম্পকনগন গ্রামে প্রবাসী নাজিম মিয়ার বাড়ি ঘড় ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়াগেছে। প্রবাসীর স্ত্রী শিউলি বেগম নরসিংদী মডেল থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের সূত্রে জানাযায় ৫ই অক্টোবর বুধবার সকাল ১০ ঘটিকায় জমিজামা সহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের ১/ শাহাজালাল(৩০), পিতা- আনোয়ার হোসেন, ২/ রিফাত মিয়া(২০), পিতা- রিপন মিয়া, ৩/ আনোয়ার হোসেন(৩৫), পিতা- আবুল কাশেম, ৪/ মমতাজ বেগম(৪৫), স্বামী- আনোয়ার হোসেন, ৫/ আনোয়ার হোসেন(৫৫), পিতা- মৃত আবুল হোসেন, ৬/ রেখা বেগম(৩৫), স্বামী- রিপন মিয়া, ৭/ আছমা বেগম(৪০), ৮/ নুর ইসলাম(২০), ৯/ রিমা(২৭), ১০/ মেরিলা(৩০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন দেশিয় অ¯্র স¯্র নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা করে। হামলার সময় বাড়িতে লোক জন না পেযে বড়ি ঘড় ভাংচুর করিয়া ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ঘরে থাকা নগদ ৯ লক্ষ টাকা ৩ ভরি স্বর্ন নিয়ে যায় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এলাকা বাসি ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনা স্থল পরির্দশন করে। এ বিষয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকা বাসি এ বিষয়ে যথা যথ কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছে।