নরসিংদীর পলাশে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রবিউল আলম এর সাথে উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার ক্লাবের সদস্য বৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠানে সদ্য বিদায়ী সাবেক উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ ছাড়াও ব্যক্তব্য রাখেন, নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির শাহাব উদ্দীন আহমদ সিদ্দিকী।
এ ছারাও উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধ, পলাশ থানার আফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ , মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন প্রমুখ।