নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় গড়ে উঠা ইনডেক্স প্লাজা ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষনা করা হয়েছে। তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। নির্বাচনী পরিচালনা কর্তৃক চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর শুক্রবার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ ডিসেম্বর শনিবার, প্রতিদ্বন্দী প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর শনিবার। তফসিল অনুযায়ী আগামী ৩রা জানুয়ারি ২০২৩ইং সকাল ১০.০০ টা হইতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতীহীনভাবে নরসিংদী সদর উপজেলা পরিষদ কনফারেন্স হলে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করবেন মোঃ হারুন-অর রশিদ। ১৯টি পদে একটি প্যানেল এর নির্বাচন অনুষ্ঠিত হবে।