নিজস্ব প্রতিবেদক:
গত : ২১ ডিসেম্বর ২০২২ ইং হাজিপুর মৌলভী পাড়া মোড়ে, নরসিংদী, হাজীপুর সমাজ কল্যাণ সংঘ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন জনাব আবুল কাশেম সরকার সভাপতি, হাজীপুর সমাজ কল্যাণ সংঘ। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে হাজিপুর সমাজ কল্যাণ সংঘ আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । সভাপতি আবুল কাশেম সরকার, সহ-সভাপতি হাজী মুসলেম মিয়া, হাজী হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মীর আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তফা মিয়া, কোষাধক্ষ্য হাজী মোতালেব মিয়া, সংগঠনে সাধারণ সদস্য রয়েছে ১০৩ জন, নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম সরকার বলেন আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য সমাজ সংস্কার সমাজ উন্নয়ন ও সমাজ থেকে মাদক সন্ত্রাসমুক্ত করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এলাকার উন্নয়নে আমরা সব সময় জনগণের পাশে আছি থাকবো আমরা হাজীপুরবাসীর দোয়া ও সহযোগিতা চাই । জানা যায় সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে এবং এলাকার গরীব দুঃখী অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে এলাকাবাসী এই সংগঠনের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছে।