নরসিংদী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদ-২০২৩ এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় সমিতির মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এবং সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়া।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপনসহ কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান নরসিংদীর বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ।
অনুষ্ঠানে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেটশীপের বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সকল সম্মানিত সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।