নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হোগলাকান্দি গ্রামের প্রবাসীর হজরতআলীর জমি জবরদখলের চেষ্টা করছে একই এলাকার কতিপয় ব্যক্তি। এ বিষয়ে প্রবাসীর স্রী মনোয়ারা বেগম রায়পুরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রক্ষিতে রায়পুরা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।অভিযোগের সূত্রে জানাযায় স্থানিয় মেম্বার সহ গন্যমান্য ব্যক্তি বর্গ একাদিক বার দরবার করিয়া নিরপেক্ষ রায় প্রদান করিলে ও একই গ্রামের ১/ রুবেল ২/ ওমরফারুক উভয় পিতা মৃত আবদুল বারিক ৩/ বিলকিছ বেগম স্বামী নাছির উদ্দিন ৪/ হারুন রশিদ পিতা মৃত আবদুল বারিক সহ অজ্ঞাতনামা ব্যক্তি গন পেশি শক্তি দিয়ে অবৈধ ও জোর র্পূবক ভাবে হোগলাকান্দি মৌজার আর এস-৪০৮১ খতিয়ানে ৪ শতাংশ বাড়ি গত ৩১/১২/২০২২ তারিখ সকাল ৮ ঘটিকার সময় জবর দখলের চেষ্টায় হামলা করে। প্রবাসীর এক মাত্র পুত্র শুভ তাদের জবর দখলের প্রতিবাদ করতে গেলে হামলা কারিরা গালিগালাজ মারধরের চেষ্টা করে এবং হুমকী ও ভীতি প্রদর্শন করিয়া বলে মেরে লাশ গুম করিয়া ফেলবে। প্রবাসীর স্রী জানায় অভিযোগ দায়ের করার পর থেকে নিরাপত্তা হীনতায় ভোগছে। এলাকাবাসি যথাযথ কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছে।