নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি বাপসা কেন্দ্রীয় কমিটির আসন্ন নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সফল সচিব আলতাব হোসেন। তিনি দীর্ঘ দিন নরসিংদী বাপসা জেলা শাখার সফলতা সাথে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বাপসা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাধারন সচিব দের সাথে আলাপকালে জানাযায় তিনি সচ্ছতার সাথে সংগঠনের দায়িত্ব পালন করার কারনে সচিবগন আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে দেখতে চায়, আরো জানায় সচিবদের অধিকার বাস্তবায়নে তিনি সবসময় অগ্রনি ভূমিকা পালন করে আসছেন। আমাদের প্রতিবেদকের সাথে আলাপ কালে আলতাব হোসেন জানায় সম্মানিত সচিব দের অধিকার বাস্তবায়নে কাজ করে আসছি, তাই সচিব দের অনুপ্রেরনায় আসন্ন নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী হয়েছি, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি।