নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদের মেয়াদ পুনঃ হওয়াতে চলতি মাসেই নির্বাচনের তফসিল হওয়ার কথা রয়েছে। পুনরায় তফসিল ঘোষনা হলে ৮ নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার মোঃ হকুল মিয়া জনতার দাবীর পেক্ষিতে পুনরায় জনতার প্রর্থী হবে বলে জানাযায়। তিনি কান্দাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এলাকায় ব্যপক প্রশংশিত। এলাকাবাসির সূত্রে জানাযায় গত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়ে ছিলেন। নির্বাচিত হয়ে তিনি এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরলশ ভাবে কাজ করে আসছেন। তিনি এলাকার উন্নয়নে চেয়ারম্যানের সাথে সমন্নয় করে ব্যপক ভুমিকা রেখেছেন। তার আমলে কান্দাপাড়া থেকে বাহাদুরপুর কবরস্থান পর্যন্ত নতুন রাস্তা নির্মান করা হয়েছে। করিমের দোকান থেকে পাকিজা মিল পর্যন্ত ২০ ফুট রাস্তা নির্মান করা হয়েছে। খোদ্দর্নপাড়া রহমান সাহেবের বাড়ি হইতে রসুলপুর পর্যন্ত ইটের পাকা রাস্তা নির্মান করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নে তিনি ব্যপক ভুমিকা পালন করেছেন। তিনি এলাকা থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও ইভটেজিং বন্দ করেছেন। এলাকায় ন্যয় বিচার প্রতিষ্ঠা করেছেন। বাল্য বিবাহ, বয়স্ক বাতা বিতরনে সকলের সাথে আলোচনা করে সিদান্ত করেছেন। এলাকাবাসি বিগত দিন তার কর্মে সন্তষ্টি প্রকাশ করে আসন্ন নির্বাচনে সফল মেম্বার মোঃ হকুল মিয়াকে জনতার প্রার্থী হিসেবে দেখতে চায়।