সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রুনুর জানাজা অনুষ্ঠিত মাধবদীর পাঁচদোনায় স্বেচ্ছায় মানব ও সমাজসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক ওসি, ডিবি, নরসিংদীর বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা নরসিংদীতে বিএনপি নেতার মা-বাবার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
মহিষাশুড়া ৫নং ওয়ার্ডের পুনরায় মেম্বার প্রার্থী হবেন সাইদ ফকির

মহিষাশুড়া ৫নং ওয়ার্ডের পুনরায় মেম্বার প্রার্থী হবেন সাইদ ফকির

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন তফসিল ঘোশনা হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে মহিষাশুড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সফল মেম্বার শেখ মোঃ সাইদুর রহমান (সাইদ ফকির) পুনরায় এলাকা বাসির সমর্থনে প্রার্থী হবে বলে জানাযায়। এলাকাবাসি জানায় সাইদ ফকির গত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিল। তিনি নির্বাচিত হয়ে এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রনি ভূমিকা রেখেছেন। এলাকা থেকে মাদক, জুয়া, ইভটেজিং, বাল্য বিবাহ বন্দ করেছেন। তিনি এলাকার উল্লেখ যোগ্য উন্নয়নে ভূমিকা রেখেছেন। বালুসাইর থেকে দড়ি গাজীর গাঁও পর্যন্ত মাটির রাস্তা, মতিউর রহমানের বাড়ী হতে কালি বৈরবপুর খালপাড় পর্যন্ত রাস্তা, আসমতের বাড়ী হতে বথুয়াদি গ্রাম পর্যন্ত রাস্তা, আবুদাউদের বাড়ী থেকে মারফতের বাড়ী পর্যন্ত ইটের সলিং রাস্তা, শেখ চান্দু মিয়ার বাড়ী থেকে তাইজোদ্দিনের বাড়ী পর্যন্ত ইটের সলিং, বথুয়াদী গ্রাম থেকে পাঁচকালি হয়ে কবস্থান পর্যন্ত ২ কি.মি. রাস্তা সহ অনেক রাস্তা উন্নয়নের কাজ করেছেন। মসজিদে আর্থিক অনুদান সহ এলাকায় ১৮ টি সুলার লাইট স্থাপনে তিনি কাজ করেছেন। প্রধান মন্ত্রির অনুদান ২৮টি ঘড় এলাকার ভুমিহিনদের মাঝে বন্টনে তিনি অগ্রনি ভূমিকা রেখেছেন। এলাকা বাসি আসন্ন ইউপি নির্বাচনে সাইদ ফকিরকে পুনরায় মেম্বার হিসেবে দেখতে চায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD