সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন নরসিংদীতে চুরি করে বাজারে বিক্রি করার সময় টিসিবির ৩০ বস্তা চাল আটক নরসিংদীতে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শিবপুরে পাঠান ফিলিং স্টেশনকে জরিমানা শিবপুরে নদীতে মাটি কাটায় মোবাইল কোট পরিচালনার মাধ্যমে জরিমানা নরসিংদীর পলাশে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর নরসিংদীতে বিআরটিএর উদ্যোগে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ২৪ – ২৫ অনুষ্ঠিত নরসিংদীতে সুমন টেলিকম এর শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত মেসার্স শ্রী কৃষ্ণ ভান্ডার বেকারিতে তৈরি হয় মানহীন খাবার রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
মহিষাশুড়া ৫নং ওয়ার্ডের পুনরায় মেম্বার প্রার্থী হবেন সাইদ ফকির

মহিষাশুড়া ৫নং ওয়ার্ডের পুনরায় মেম্বার প্রার্থী হবেন সাইদ ফকির

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন তফসিল ঘোশনা হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে মহিষাশুড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সফল মেম্বার শেখ মোঃ সাইদুর রহমান (সাইদ ফকির) পুনরায় এলাকা বাসির সমর্থনে প্রার্থী হবে বলে জানাযায়। এলাকাবাসি জানায় সাইদ ফকির গত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিল। তিনি নির্বাচিত হয়ে এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রনি ভূমিকা রেখেছেন। এলাকা থেকে মাদক, জুয়া, ইভটেজিং, বাল্য বিবাহ বন্দ করেছেন। তিনি এলাকার উল্লেখ যোগ্য উন্নয়নে ভূমিকা রেখেছেন। বালুসাইর থেকে দড়ি গাজীর গাঁও পর্যন্ত মাটির রাস্তা, মতিউর রহমানের বাড়ী হতে কালি বৈরবপুর খালপাড় পর্যন্ত রাস্তা, আসমতের বাড়ী হতে বথুয়াদি গ্রাম পর্যন্ত রাস্তা, আবুদাউদের বাড়ী থেকে মারফতের বাড়ী পর্যন্ত ইটের সলিং রাস্তা, শেখ চান্দু মিয়ার বাড়ী থেকে তাইজোদ্দিনের বাড়ী পর্যন্ত ইটের সলিং, বথুয়াদী গ্রাম থেকে পাঁচকালি হয়ে কবস্থান পর্যন্ত ২ কি.মি. রাস্তা সহ অনেক রাস্তা উন্নয়নের কাজ করেছেন। মসজিদে আর্থিক অনুদান সহ এলাকায় ১৮ টি সুলার লাইট স্থাপনে তিনি কাজ করেছেন। প্রধান মন্ত্রির অনুদান ২৮টি ঘড় এলাকার ভুমিহিনদের মাঝে বন্টনে তিনি অগ্রনি ভূমিকা রেখেছেন। এলাকা বাসি আসন্ন ইউপি নির্বাচনে সাইদ ফকিরকে পুনরায় মেম্বার হিসেবে দেখতে চায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD