১৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দৌড়, লংজাম্প, হাইজাম্প, বর্শা নিক্ষেপ, হাড়িভাঙাসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার জাতীয় সংগীত পরিবেশন ও মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের সূচনা করা হয়। সকালে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুশফিকুর রহমান ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হলধর দাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী জহিরুল ইসলাম খোকন, আবুল হোসেন খোকন, সাংবাদিক বশির আহমেদ মোল্লা প্রমুখ। সিনিয়র শিক্ষক মো. আলমগীর হোসেন ও সহকারী শিক্ষক নূরে আলম খান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৭টি ইভেন্টে প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।