নরসিংদী: ২০ শে ফেব্রুয়ারি সমবার সন্ধ্যায় ৭ ঘটিকায় নরসিংদী সদর প্রেস ক্লাবের হলরুমে নরসিংদী থেকে প্রকাশিত বহুল প্রচারিত জনপ্রিয় নরসিংদীর নব কন্ঠ পত্রিকার ২য় বর্ষ পর্দাপণ উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কেটে অনুষ্ঠান উদযাপিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ কাউছার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল বিজি রশিদ নওশের, আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবু মাখন দাস, কোষাধক্ষ, জয়নুল আবেদিন নরসিংদী সদর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হামিদুল হক আহাদ, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী খোকা, সাবেক সহ-সভাপতি ইকবাল ডাক্তার , সহ-সভাপতি ডা: শরিফ মিয়া, কার্যনির্বাহী সদস্য আঃ ছাত্তার মিয়া , সদস্য জয়নাল আবদীন, মো: কামাল সরকার, ও মো: জাকির হোসেন প্রমুখ । জানা যায় নরসিংদীর নব কন্ঠ পত্রিকা দ্বিতীয় বর্ষ পেরিয়ে ৩ য় বর্ষে পর্দাপন করেন, প্রিন্সিপাল বিজি রশিদ নওশেরব বলেন এই পত্রিকাটি প্রকাশনার পর থেকে সুনামের সাথে প্রকাশিত হচ্ছে এবং ভালো সুনাম অর্জন করেছে এ পত্রিকায় ভালো সংবাদ পাওয়া যায়। নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবু মাখন দাস বলেন নরসিংদীর নব কন্ঠ পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নরসিংদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জয়নাল আবদীন বলেন নব কণ্ঠ পত্রিকা অত্যন্ত সুনামের সাথে চলছে,। সদর প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ কাউছার হোসেন বলেন নরসিংদী নব কন্ঠ পত্রিকা একটি ভালো মানের পত্রিকা এটি নিয়মিত প্রকাশিত হয় এবং নরসিংদীর জনগণের সুখ দুঃখে কাজ করছে আমি তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল বলেন নরসিংদীর নব কন্ঠ পত্রিকা নরসিংদী বাসীর আস্তা অর্জন করেছে , আমি পত্রিকার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। সভাটি পরিচালনা করেন নরসিংদী সদর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদীর নবকন্ঠ পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ কামাল হোসেন । মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন নরসিংদী সদর প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ।