নিজস্ব প্রতিবেদক : ২১ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার মহিষাশুড়া ইউনিয়নের সুইচগেট শহিদ হারুন মার্কেটে এম সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ২য় শাখার শুভ উদ্বোধন করেন,নাদিমুল গণি,পরিচালক ইস্টওয়েস্ট রিসোর্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নুরুল কবীর(দিলু) ব্যবস্থাপনা পরিচালক, ফাইন্যান্স ওভারসীজ লিমিটেড ঢাকা। সভাপতিত্ব করেন, এম সোলাইমান, এম ডি, সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, অসীর ফয়সাল, শহিদুল ইসলাম চিশতি, পরিচালক সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বীর মুক্তিযুদ্ধা ডাঃ তোফাজ্জল হোসেন তপু, আমজাদ হোসেন প্রধান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ, হাজ্বী জুলফিকার আহম্মেদ ভূইয়া ( কিরন) সাবেক ইউ. পি সদস্য ২নং ওয়ার্ড, , বীর মুক্তিযুদ্ধা জিল্লুর রহমান কিরন, কোরান তেলওয়াত করেন সুইচগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইমামুল হক সাইদ,