নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদে ২ নং ওয়ার্ডে মেম¦ার মাহাবুবের উপর হামলা করে এলাকার কিছু সন্ত্রাসি। এ বিষয়ে ইউপি সদস্য মাহাবুব শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। ইউপি সদস্য মাহাবুব থানায় অভিযোগ ও এলাকাবাসির সূত্রে জানা যায় গত ২২ এপ্রিল রাত ১০ ঘটিকার সময় ইউপি সদস্য মাহাবুব মোটর সাইকেল যোগে ইটাখোলা হইতে বাড়ীতে যাওয়ার পথে সালুদিয়া বাইতুননুর জামে মসজিদের সামনে পৌছলে সন্ত্রাসিরা পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করিয়া মোটর সাইকেল থামাইয়া দেশি অস্ত্রে ভয় দেখাইয়া এলোপথারীভাবে হামলা করে। জঙ্গলের ভিতরে নিয়ে গলা চেপে ধরে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। ইউপি সদস্যে সাথে থাকা পাচঁ লক্ষ বার হাজার টাকা জোর পূর্বক নিয়ে যায়। মোটর সাইকেলের ভাঙ্গচোর করে ব্যপক ক্ষতি করে। এলাকাবাসীর সহযোগিতায় সন্ত্রাসিদের হাতের কবল থেকে রক্ষা পায় ইউপি সদস্য।এ বিষয়ে ইউপি সদস্য মাহাবুব জানায় এলাকায় আদিপত্য বিস্তার কারার লক্ষে সালুদিয়া গ্রামে মৃত আ: হাসিমের পুত্র নজরুল ইসলামের নেতৃত্বে একই গ্রামের রাব্বি ,ইলিয়াস, মিস্টার ,সাদ্দাম ,নাসির ,তাছিম,আনিল ও তিলিয়া গ্রামের খলিল এবং ইব্রাহিম দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে এলকাবাসী সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করে। এলাকাবাসী এ বিষয়ে প্রসাশনের যথাযথ কর্তৃপক্ষে সদর দৃষ্টি কামনা করছে।