সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ শিবপুরে তোফাজ্জল হোসেন মাষ্টারের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন  নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নরসিংদীতে পি‌বিআইয়ের হা‌তে হত্যা মামলার ২আসামী গ্রেফতার নরসিংদীতে পূর্ব শক্রতার জের ধরে জবাই করে হত্যা শিবপুরে চক্রধা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত জাঙ্গালিয়া বাজারে মেসার্স ফাইজা ট্রেডার্স এর শুভ উদ্বোধন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে যোগদানকৃত জেলা প্রশাসক এর দায়িত্বভার গ্রহণ
খোকনসহ আসামির গ্রেপ্তার ও বিচার চেয়ে কাফনের কাপড় গায়ে জড়িয়ে মহাসড়ক অবরোধ

খোকনসহ আসামির গ্রেপ্তার ও বিচার চেয়ে কাফনের কাপড় গায়ে জড়িয়ে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : নরসিং দীতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের মিছিলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন নিহতের ঘটনায় খায়রুল কবির খোকনসহ আসামির গ্রেপ্তার ও বিচার চেয়ে কাফনের কাপড় গায়ে জড়িয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।  সোমবার বেলা ১১টার দিকে শহরের জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও পরে আদালত প্রাঙ্গণ-সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। জেলা ছাত্রদলের বহিষ্কৃত জ্যেষ্ঠ সহসভাপতি মাইন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এই কর্মসূচিতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যসহ  নেতা-কর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও নেতা-কর্মীদের সূত্র জানা গেছে, সকালে নরসিংদী আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির জামিন চাইতে আসবেন, এমন খবরে এই বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় শহরের উপজেলা মোড় থেকে কাফনের কাপড় গায়ে জড়িয়ে বের হওয়া বিক্ষোভ মিছিলটি আদালত প্রাঙ্গণ-সংলগ্ন সড়ক ধরে এগিয়ে যায়। কিন্তু খায়রুল কবির খোকন আজ আদালতে আসছেন না, জানতে পেরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে যায়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠিয়ে তাঁরা পুনরায় ওই সড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা মোড়ে ফিরে যান। যাওয়ার পথে আদালত প্রাঙ্গণ-সংলগ্ন সড়কে দাঁড়িয়ে খায়রুল কবির খোকন ও তাঁর স্ত্রী শিরিন সুলতানার বিরুদ্ধে নানা স্লোগান দেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া জেলা ছাত্রদলের বহিষ্কৃত সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া  বলেন, ‘মামলার প্রধান আসামি খায়রুল কবির খোকনসহ সব আসামির গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমরা কাফনের কাপড় পরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই চাইছি, দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। যত দিন তাঁরা গ্রেপ্তার না হবেন, তত দিন আমরা আন্দোলন করেই যাব।উল্লেখ্য গত ২৫ মে বিকেল সাড়ে চারটার দিকে শহরের জেলখানা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢোকার পথে দুর্বৃত্তের ছোড়া গুলিতে বিদ্ধ হন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান ও তাঁর কর্মী আশরাফুল হক (২২)। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই ছাদিকুরের মৃত্যু হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে আশরাফুলও মারা যান।

এ ঘটনায় নিহত ছাদিকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, তাঁর স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD