নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে কর্মরত মিতালী পরিবহনের একটি চলন্ত বাস থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে বাসটির হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক কবির হোসেন ভুইয়া। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের যাত্রীবাহি বাসটি সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে পৌঁছালে হঠাৎ করে চলন্ত বাস থেকে ছিটকে পড়েন কর্মরত হেলপার। এসময় বাসটির চালক ও যাত্রীরা নেমে চাকার নীচে পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে দেখতে পান। এরপর চালক পালিয়ে যায় ও যাত্রীরা বিকল্প পরিবহনে চলে যান। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়। তাৎক্ষনিকভাবে নিহতের নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ। ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক কবির হোসেন ভুইয়া বলেন, হেলপারের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ নিহত হেলপারের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।