রায়পুরা প্রতিনিধি : নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে নুরুল ইসলাম গং ও আলাল জালাল মিয়া গং এর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল । গত ৩ ই জুন ওলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে উভয় পক্ষের মধ্যে তুলাতুলি মৌজার সাবেক ১৭৮নং দাগের রূপান্তরিত আর এস ৩২৯ নং দাগে ভূমি সংক্রান্ত বিরোধী বিষয়বলি নিয়ে প্রদর্শিত কাগজপত্র পর্যালোচনার মাধ্যমে সালিশ অনুষ্ঠিত হয় ।উক্ত শালিশে সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন । সালিশে আরও উপস্থিত ছিলেন সকল পক্ষের শুভাকাঙ্ক্ষী ,সমাজসেবী ,এলাকার প্রবীণ লোক ,যুবক, দলিল লেখক ,সার্ভেয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । শালিশী সভায় অলিপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রস্তাব করেন সকল পক্ষদের মধ্যে কয়েক মাস যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এভাবে বিরোধ থাকিলে উভয়পক্ষই হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ।সমাজে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন হইবে সুতরাং সকল পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ আপস মীমাংসা করা হোক।সকল পক্ষ নিজেদের ভুল বুঝিতে পারিয়া স্থানীয় আপোষ মীমাংসা মানিয়ালয় । উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করিয়া সালিশে সিদ্ধান্ত সকল পক্ষ মানিয়া নেয় । প্রথম পক্ষ নুরুল ইসলাম সালিশি ভূমিতে ৬.৭৫ শতাংশ হইতে বাস্তব দখল মোতাবে ক ৫.১৩ শতাংশ ভূমি বর্তমান দখলে আছে ঠিক সেভাবেই ভোগ দখল বা ব্যবহার করবে এটাই শালিশির সিদ্ধান্ত ছিল । দ্বিতীয় পক্ষ মোঃ আলাল মিয়া গং নালিশা ভূমিতে ৫.২৫ শতাংশ হইতে বাস্তব দখলে ৪ দশমিক ৭৭ শতাংশ ভূমি বর্তমান দখলে আছে ঠিক সেভাবেই ব্যবহার বা ভোগ দখল করবে এটাই শালিশির সিদ্ধান্ত ছিল । সালিশের সিদ্ধান্ত মোতাবেক সার্ভার দ্বারা স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সকল পক্ষগনের মধ্যে সীমানা নির্ধারণ করে দেয়া হয় । স্থানীয় আপোসের সূত্রে সকল পক্ষ সালিশ মানিয়া চলিবে বলে লিখিত কাগজ সম্পাদন করে । আলাল মিয়া ও জালাল মিয়া গং সালিশের আপস মীমাংসা অমান্য করে বিভিন্ন অপপ্রচার করছে বলে জানায় নুরুল ইসলাম গং । সকল অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে নুরুল ইসলাম ও তার পরিবার ।