শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ফারুক গাজী (৫৩) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই ) সকালে উপজেলার মুন্সেফেরচর গ্রামে নির্মাণাধীন মালঞ্চ পার্ক নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
ফারুক গাজী মুন্সেফেরচর গাজী বাড়ির মৃত আলী নেওয়াজ গাজীর ছেলে এবং মালঞ্চ পার্কের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।
নিহতদের স্বজনরা জানান, রাতে খাওয়া দাওয়া শেষে বাড়ি থেকে মালঞ্চ পার্কে দায়িত্ব পালনে যান ফারুক গাজী। সকালে বাড়ি ফিরতে দেরি দেখে খোজাখুজি করতে মালঞ্চ পার্কে গিয়ে পানির পাম্পের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।